<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোয়াখালীর সূবর্ণচরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে বহিষ্কৃত নেতা দাবি করেছেন এটি ষড়যন্ত্র, দুই মাসে তিনি কোনো মোটরসাইকেলে ওঠেননি। চিঠিতে বলা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলীয় নির্দেশনা উপেক্ষা করে জামাল উদ্দিন গাজী মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করেছেন, যা দলের শৃঙ্খলার প্রতি অবমাননা। সুতরাং শৃঙ্খলা অবমাননার দায়ে তাকে সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি একটি ষড়যন্ত্র, গত দুই মাসে তিনি কোনো মোটরসাইকেলে চড়েননি, শোভাযাত্রা তো দূরের কথা। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের বাড়ি আমার এলাকায়। তার বিরাগভাজন হওয়ায় তিনি কেন্দ্রীয় বিএনপিকে ভুল বুঝিয়ে আমাকে বহিষ্কার করিয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>