<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের অপহরণচক্রের নেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সূত্রে জানা যায়, বদরুদ্দোজার কাছ থেকে একটি বন্দুক, দুটি ওয়ান শ্যুটার গান, তিনটি তাজা কার্তুজ, দুটি কিরিচ, একটি রামদা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণচক্র পরিচালনা করে আসছিলেন। বদরুদ্দোজার বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিপুল পরিমাণ অস্ত্রসহ অপহরণচক্রের নেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় আমরা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>