<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোলার চরফ্যাশনের মাদ্রাজ ধান সিদ্ধ করার বয়লার (হাস্কিং) মেশিন বিস্ফোরণে শ্রমিক আল আমিন (৩০), মিল মালিক মনির ও শ্রমিক ফিরোজ গুরুতর জখম হন। আহতদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টায় উপজেলা মাদ্রাজ ২ নম্বর ওয়ার্ড চর আফজান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীরা জানায়, ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘটনাস্থলে এসে দেখি তিনজন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। দ্রুত উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মধ্যে আল আমিনকে মৃত ঘোষণা করেন। দুজনের মধ্যে ফিরোজের অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে। বয়লার মিল মালিক মনিরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানান, তিন দিন হলো নতুন করে এ বছরের জন্য ধান সিদ্ধ করার চুল্লি ঠিক করা হয়েছে। প্রতিদিনের মতো তারা তিনজন ধান সিদ্ধ করতে চুল্লিতে আগুন ধরাতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে।</span></span></span></span></p>