<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক। প্রায় ১০ বছর ধরে এই পদে রয়েছেন। দৃশ্যমান কোনো কর্মকাণ্ড নেই এই সংস্থার। আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হয়ে দলীয় কাজকর্ম করেছেন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার সমর্থক হয়ে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় নিয়মিত যোগ দিয়েছেন। রাজনৈতিক কর্মী হয়েও তিনি এখনো তিনি ওই পদে রয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্র জানায়, প্রায় এক যুগ ধরে কামরুল হুদা আফজাল নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি স্থানীয় সমূর্ত জাহান মহিলা কলেজের প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের স্টিয়ারিং কমিটির সদস্য হয়ে দলীয় কর্মকাণ্ডে সচল রয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গত ৭ জানুয়ারির নির্বাচনে তাঁকে দায়িত্ব দেওয়া হয় প্রিজাইডিং কর্মকর্তার। দায়িত্ব পাওয়ার পরও তাঁকে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেজর জেনারেল আব্দুস সালামের নির্বাচনী সভায় যোগ দিতে দেখা গেছে। এমন দৃশ্য দেখা গেছে গত ২ জানুয়ারি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বাহা উদ্দিনের বাড়িতে। সেখানে প্রার্থীর মেয়ের উপস্থিতিতে তাঁকে পাশেই বসে থাকতে দেখা গেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কামরুল হুদা আফজাল </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলে সক্রিয় নয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দাবি করে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনের সময় আমার এক আত্মীয়ের বাড়িতে নির্বাচনী সভা হওয়ায় সেখানে শুধু উপস্থিত ছিলাম। এ ছাড়া অন্য কিছু না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, দলীয় কর্মকাণ্ডে জড়িত থাকলে তিনি এই পদে বহাল থাকতে পারেন না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের উপপরিচালক মো. তাজুল ইসলাম ভুইয়া কালের কণ্ঠকে জানান, এ বিষয়টি আগে তাঁকে কেউ অবহিত করেনি। কোনো দলের কর্মকাণ্ডে জড়িত থাকলে এই পদে থাকা যাবে না এটা পরিষ্কার। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></p>