<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে দুই সন্তানসহ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শারমীন আক্তার (২৪) নামের এক নারী। মারা যাওয়া তাঁর দুই সন্তান হলো রওজা (৫) ও নওরিন (৩)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায়। জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনজনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে শারমীন আক্তারের স্বামী আশরাফ আলী পলাতক রয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুুলিশ, পবিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আট বছর আগে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের কদু মিয়ার মেয়ে শারমীনের সঙ্গে সদর উপজেলার ঘাটুরা গ্রামের সরকারবাড়ির মারাজ মিয়ার ছেলে আশরাফ আলীর বিয়ে হয়। আশরাফ বাংলাদেশ গ্যাস ফিল্ডের একজন কর্মচারী। নেশাগ্রস্ত হওয়ায় আশরাফের সঙ্গে প্রায়ই শারমীনের বিবাদ হতো। সংসার চালানোর খরচ নিয়েও তাঁদের মধ্যে বিরোধ হতো প্রায়ই। বুধবার দুপুর ১২টার দিকে স্বামীর বাড়িতে নিজে ও দুই সন্তানকে চালের পোকা মারার ওষুধ (কেরির বড়ি) খাওয়ান শারমীন। স্থানীয় লোকজন তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।</span></span></span></span></span></p>