<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল-২০২৪ পদে নিয়োগের প্রাথমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। এ সময় তাঁরা পুলিশকে উদ্দেশ্য করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুয়া, ভুয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ ও মহাসড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয়। এ সময় মোবাইলে দৃশ্য ধারণ করতে গেলে স্থানীয় এক সাংবাদিকের ফোন কেড়ে নেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকাল থেকে নাটোর শহরতলির বড় হরিশপুরের পুলিশ লাইনসে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্য ও জেলা পুলিশের সব পদমর্যাদার সদস্যের উপস্থিতিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে দ্বিতীয় দিনের বাছাই পরীক্ষা শুরু হয়। এদিন কার্যতালিকায় ছিল ২০০ মিটার দৌড়, লং ও হাই জাম্পসহ অন্যান্য ইভেন্ট। দিনশেষে বিকেলে পুলিশ লাইনসের মূল গেটের সামনে বাদ পড়াদের মধ্যে ৩০-৩৫ জন আবেদনকারী বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশে নিয়োগে স্বচ্ছতার কথা বলা হলেও দালালের মাধ্যমে অযোগ্য প্রার্থীকে যোগ্য ঘোষণা করা হচ্ছে। মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে এ অনিয়মের সুযোগ করে দিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। দৌড়ে ২০০ মিটারের কথা থাকলেও ৩০০ মিটার দৌড় করিয়ে পরবর্তী ইভেন্টের জন্য পরিকল্পিতভাবে চাকরিপ্রার্থীদের দুর্বল করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় গণমাধ্যমকর্মী খান মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার বিকেলে মহাসড়ক অবরোধের খবর জানতে পেরে পুলিশ লাইনসের সামনে যাই। এ সময় মহাসড়ক অবরোধ নিয়ে আমার পেজ থেকে লাইভ করছিলাম। চাকরিপ্রার্থীদের ধাওয়া দিতে দেখে ক্যামেরা ঘুরিয়ে নিই এবং সেই দৃশ্য লাইভ হয়। এ সময় পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক হাত থেকে ফোন কেড়ে নেন এবং স্ট্যান্ড ধরে টানাটানি করেন। পরে ফোনটি তিনি ফিরিয়ে দেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে। বঞ্চিতদের একটি অংশ পুলিশ লাইনসের বাইরে এসে বিশৃঙ্খলা করছিল। সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অযোগ্য প্রার্থীকে সুবিধা দেওয়া হয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আলমগীর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনাটি জানার পর শনিবার রাতে নাটোরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। কোনো দালাল নিয়োগকে প্রভাবিত করেছে তার খোঁজ কেউ দিতে পারেনি। এখানে পুরো প্রক্রিয়াই স্বচ্ছ। কোনো অনিয়ম করার সুযোগ নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, নাটোর জেলায় চলতি বছর কনস্টেবল পদে চার হাজার ৪০৭ জন প্রার্থী আবেদন করেন। এই পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।</span></span></span></span></span></p>