<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত কিশোর টিকটকার লিখন মিয়ার অবস্থা বর্তমানে উন্নতির দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর যে তথ্য ছড়িয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে তার পরিবার। আহত লিখন মিয়া রংপুর মহানগরীর ১১ নং ওয়ার্ডের মধ্য বিনাটারি গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। স্থানীয় কেরানীরহাট আল ইখলাস দারুস সুন্নাত দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে। লিখনের বাবা মেহেরুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ছেলে এখন সুস্থ আছে। তার জন্য সবাই দোয়া করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রসঙ্গত, গত শনিবার বিকেলে চার বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী সিংগিমারী ব্রিজ এলাকায় যায় লিখন মিয়া। সেখানে ট্রেনের সঙ্গে সেলফি তোলার সময়  ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।</span></span></span></span></span></p>