<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর সবুজবাগ এলাকা থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, লাশ উদ্ধারের সময় তার গলায় রশি প্যাঁচানো ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ছিল আঘাতের চিহূ। রিকশা ছিনতাইয়ে বাধা দিলে চালককে হত্যা করা হতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার রাত ১টার দিকে গ্রিন মডেল টাউনের ই ব্লকের ১২ নম্বর রোডের একটি খালি প্লট থেকে রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়। তার নাম বিধান মণ্ডল (১৯)। বাড়ি ডেমরা থানার কয়েতপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মহাদেব মণ্ডলের ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার সবুজবাগ থানায় মামলা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়টি এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।</span></span></span></span></span></p>