<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারীমুক্তি আন্দোলনের পুরাধা ব্যক্তিত্ব, সাহসিকা কবি বেগম সুফিয়া কামালের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৯৯ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের এ মহীয়সী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মহিলা পরিষদ জানিয়েছে, সুফিয়া কামাল যেকোনো সামাজিক অধিকার ও অপপ্রচারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। আজকের দিনে কবি সুফিয়া কামালের মতো মানুষ জনগণের পাশে একান্ত প্রয়োজন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদস্থ রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন বাংলাদেশের নারী জাগরণ ও নারীদের সম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উজ্জ্বল নক্ষত্র সুফিয়া কামাল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং এই আন্দোলনে নারীদের উদ্বুদ্ধ করেন। তিনি ১৯৫৬ সালে শিশু সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। পাকিস্তান সরকার ১৯৬১ সালে রবীন্দ্রসংগীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন।</span></span></span></span></p> <p> </p>