<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের তাঁবেদার রাষ্ট্র হিসেবে আমরা থাকতে চাই না। তবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে থাকবে। আমরা কারো কাছে মাথানত করে রাষ্ট্র পরিচালনা করতে চাই না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শনিবার বিকেলে ১৭ বছর পর দেশে ফেরেন মাহিদুর রহমান। পরে তিনি মৌলভীবাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহিদুর রহমানের জন্মস্থান মৌলভীবাজার সদর উপজেলার বাউঘরিয়ায় পৌঁছে তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন। এর আগে তাঁকে স্বাগত জানান জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্যসচিব  মিজানুর রহমান মিজান, মোশারফ হোসেন বাদশাসহ বিএনপি নেতাকর্মীরা।</span></span></span></span></p> <p> </p>