<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়টুকুই নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আর ওই সময়টুকুকে বিলম্ব না ভাবতে বললেন উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সময়ের এক দিনও বেশি থাকতে চায় না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত স্কুল বিজ্ঞান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্কার বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। ডিসেম্বরে অনেকগুলো রিপোর্ট আসবে। এসব রিপোর্ট পাওয়ার পর প্রথম ধাপটা বোঝা যাবে। সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে নির্বাচিত সরকারের হাতে তুলে দিতেই অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য সংস্কারের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হয়, সেই পরিবেশ সৃষ্টি করা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও এআরডি নামের সংস্থার উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়।</span></span></span></span></span></p>