<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেট উদ্ধারে সক্ষমতা অর্জন করেছে পুলিশ। এরই মধ্যে অনেকের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনসেট উদ্ধার করা গেছে। তবে স্মার্টফোনের সিরিয়াল নম্বর বা আইএমই নম্বর না পেলে সেটি উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। পুলিশ ও র‌্যাবের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের এক কর্মকর্তা জানান, যেকোনো স্মার্টফোন হারিয়ে গেলে প্রথমেই স্থানীয় থানায় জিডি করতে হয়। স্মার্টফোন ও ফোনে থাকা সিম দিয়ে অপরাধীরা যাতে অপরাধ করতে না পারে সে জন্য এই ব্যবস্থা নেওয়া দরকার। এ ছাড়া যে কম্পানির সিম সেই কম্পানিতে ফোন করে সংযোগটি বন্ধ করে দিতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেক পুলিশ কর্মকর্তা বলেন, জিডি করার সময় স্মার্টফোন সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বর বা ফোনের সিরিয়াল নম্বর, মডেল নম্বর ও সিমের তথ্য দিয়ে কবে কখন কিভাবে ফোনটি হারিয়ে গেছে বা চুরি হয়েছে তার বিস্তারিত জিডিতে উল্লেখ করতে হবে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি ফোন উদ্ধার করা পুলিশের এক কর্মকর্তা জানান, জিডি করার পর সেটির তদন্ত যে কর্মকর্তাকে দেওয়া হয় তাঁর আন্তরিকতার ওপর নির্ভর করে ফোন উদ্ধারের বিষয়টি। তিনি চাইলে পুলিশে বর্তমানে যে প্রযুক্তি রয়েছে সেটি দিয়ে দ্রুত সময়ের মধ্যে ফোনসেট উদ্ধার করা সম্ভব। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই কর্মকর্তা আরো জানান, ফোনের সিরিয়াল নম্বরটি পেলে পুলিশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজেই ফোনটির অবস্থান জানা যাবে। জিডি করার পর তদন্তকারী কর্মকর্তাকে যতটা সম্ভব ফোনটি খুঁজে পেতে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহায়তাও করতে হবে। অনেকের ফোনের সিরিয়াল নম্বর ও আইএমইআই জানা থাকে না। তাই ফোন কেনার পর আইএমইআই নম্বরটি সংরক্ষণ করে রাখা জরুরি বলে মত দেন ওই পুলিশ কর্মকর্তা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিসি (পাবলিক রিলেশন) মুহাম্মদ তালেবুর রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূলত কারো ফোন হারিয়ে গেলে তিনি আইনি সহযোগিতা পেতে চাইলে তাঁকে সংশ্লিষ্ট থানায় জিডি করতে বলা হয়। বেশির ভাগ ক্ষেত্রে মোবাইল ফোনসেট উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ ছাড়াও র‌্যাবের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন ভুক্তভোগী।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোবাইল ফোন হারানোর পর থানায় যে জিডি করা হয় সেটি আমাদের কাছ পর্যন্ত এলে তদন্ত করে দেখা হয়। তবে পুলিশই কাজটা বেশি করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>