<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তানভীর সিদ্দিকীর চাচতো ভাই কক্সবাজারের মহেশখালী উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান জিয়াকে আওয়ামী লীগের ইন্ধনে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। এ সময় জিয়ার মুক্তির দাবিও জানানো হয়। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ ও দাবি করেন পরিবারের সদস্যরা। জিয়া মহেশখালী উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক বলে জানিয়েছে পরিবার। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনে তানভীর সিদ্দিকীর বাবা বাদশা মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বৈরাচারের পতন হয়েছে প্রায় সাড়ে তিন মাস হতে চলল। শহীদ তানভীর সিদ্দিকী হত্যা মামলার একজন আসামিকেও প্রশাসন গ্রেপ্তার করেনি। জনমনে প্রশ্ন উঠেছে, শহীদদের আত্মদান কি তবে ব্যর্থ হবে? আমরা এটা হতে দিতে পারি না। অবিলম্বে জুলাইয়ের হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর জিয়ার বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনে তানভীর সিদ্দিকীর ফুফু খায়রুন্নেছা রুবি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুবদল নেতা জিয়াকে গ্রেপ্তারের পেছনে ইন্ধন দিয়েছেন তানভীর সিদ্দিকী হত্যা মামলার অন্যতম আসামি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি উসমান গণি। তাঁর সে সময়ের রাজনৈতিক সহযোগী, বন্ধু ও ছাত্রলীগ ক্যাডারদের অনেকে বর্তমানে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। তিনি এই মাফিয়া নেটওয়ার্ক ব্যবহার করে জাতীয়তাবাদী নেতাকর্মী ও জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের নিধনের মিশনে নেমেছেন। তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে মহেশখালীর জনগণ। এ ছাড়া তানভীর হত্যা মামলার আসামি নোমান শরীফ টাকার বিনিময়ে আমার পরিবারের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তানভীরের দাদা মো. শফি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মাসে তানভীর সিদ্দিকীর পরিবারকে বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়। বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজক ছিলেন তানভীরের চাচাতো ভাই জিয়া। তাঁর তত্ত্বাবধানে হস্তান্তর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তখন সেখানে প্রশাসনের লোকজন, বিশেষ করে মহেশখালী ইউএনও, নৌবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা, পুলিশ ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তখন কারো মনে হলো না যে জিয়া একজন দুর্ধর্ষ ডাকাত!</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তানভীরের চাচাতো ভাই দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন তানভীরের চাচা মহেশখালী উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাবেক ছাত্রদল নেতা রবিউল হাসান কর্নেল, আরকান শাহরিয়ার, মো. কাজল, শ্রমিক দল নেতা সরওয়ার আলম ও চট্টগ্রাম যুব ক্যাবের সভাপতি মো. আবু হানিফ।</span></span></span></span></p>