<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ১০ জনের একটি দল ঝটিকা মিছিল করেছে। মিছিলে তারা জয় বাংলাসহ দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেন। গতকাল বুধবার ভোরে মধুর ক্যান্টিনের সামনে এই ঘটনাটি ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে জয় বাংলাকে ফ্যাসিবাদী স্লোগান উল্লেখ করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ফাঁকা ক্যাম্পাসে মুখ লুকিয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মিছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য চরম হুমকি। ছাত্রশিবিরের<br /> বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝটিকা মিছিল ও স্লোগানের ৪৬ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ১০ জনের একটি দল মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ চত্বরের দিকে যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে ইত্যাদি স্লোগান দিতে থাকে। তাদের মাথায় কালো ক্যাপ ও মুখে কালো মাস্ক ছিল। এ জন্য তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবি শিক্ষার্থীরা এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছেন। অনেকে তাদের ছাত্রলীগের জঙ্গি হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে।</span></span></span></span></span></p>