<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার সালাহউদ্দিন নোমান চৌধুরীকে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। মুহিত চলতি বছরের ডিসেম্বরে অবসরে যাচ্ছেন। রাষ্ট্রদূত চৌধুরী ২০২০ সালের ১১ নভেম্বর কাঠমাণ্ডুতে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। কূটনৈতিক জীবনে তিনি নয়াদিল্লি, ইসলামাবাদ ও নিউইয়র্কে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>