<p>সিন্ডিকেট ভাঙতে ভ্যানে করে ডিম বিক্রি শুরু করেছেন চট্টগ্রামের কয়েকজন তরুণ। তাঁরা গত বৃহস্পতিবার বিকেলে নগরীর বহদ্দারহাট এবং গতকাল শুক্রবার একই সময় চকবাজার এলাকায় ১৪০ টাকা ডজন দরে ডিম বিক্রি করেছেন। নগরের চকবাজারের শাহানশাহ মার্কেট ও অলিখাঁ মসজিদের সামনে দুটি রিকশাভ্যানে ছয় হাজার ডিম বিক্রি করেন তাঁরা। এত কম দামে ডিম পেয়ে খুশি ক্রেতারা</p> <p>কয়েক দিন ধরে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ডিমের দামের। সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিলেও আড়তদার ও পাইকাররা সেই দামে ডিম বিক্রি করতে পারছেন না। ফলে, চট্টগ্রামে টানা তিন িদন বন্ধ ছিল ডিমের বৃহৎ পাইকারি বাজার পাহাড়তলীর আড়ত। গত বৃহস্পতিবার আড়ত চালু হলেও আগের মতো বেশি দামেই ডিম সংগ্রহ করছেন তাঁরা।  আড়তদারদের দাবি, সরাসরি উৎপাদক পর্যায় থেকে তাঁদের ডিম সংগ্রহ করার সুযোগ খুবই কম। বহুজনের হাত ঘুরে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের মারফতেই তাঁদের ডিম সংগ্রহ করতে হয়। মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে কোনোভাবেই দর নির্ধারণ করা যাবে না।</p> <p>চকবাজারে ডিম কিনতে আসা হাবিবুর রহমান নামের এক ক্রেতা বলেন, পরিবারে এখন ডিম প্রয়োজনীয় খাদ্য। এ ছাড়া ডিমের চাহিদা প্রতিদিনই বাড়ছে। এটাকে পুঁজি করে ডিমের সিন্ডিকেট করে অতিরিক্ত দাম নিচ্ছেন কিছু ব্যবসায়ী। ফলে পণ্যটি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।</p> <p>ডিম বিক্রেতা ও খামারি মো. আরিফ বলেন, ‘সরকার নির্ধারিত ডিমের ডজন ১৪০ টাকা। কিন্তু দোকানে ১৭০-১৮০ টাকা। আমরা ১৪০ টাকায় দিচ্ছি, কারণ ডিমের দামটা যেন কমে, মানুষের মনে যেন স্বস্তি ফেরে, ডিমটা যেন মানুষ খেতে পারে। তাই সরকার যে দাম নির্ধারণ করেছে সেই দামেই আমরা বিক্রি করছি।’</p>