<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম অর্থঋণ আদালতের মাধ্যমে দীর্ঘ ৩৯ বছর পর সুলতানা জুট মিলের পাঁচ কোটি ১০ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেছে অগ্রণী ব্যাংক। গতকাল চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘ ৩৪ বছর আইনি লড়াইয়ের পর অর্থঋণ আদালতের মাধ্যমে ৩৯ বছর আগে বিতরণ করা পাঁচ কোটি ১০ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা করপোরেট শাখা থেকে ১৯৮৫ সালে সুলতানা জুট মিল লিমিটেডের নামে জামালখান এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শাহ মুরাদ এবং তাঁর ভাইয়েরা ঋণ গ্রহণ করেন। এরপর তা পরিশোধ না করায় ১৯৯০ সালের ১৯ নভেম্বর অর্থঋণ আদালতে মামলা করে অগ্রণী ব্যাংক, আগ্রাবাদ করপোরেট শাখা।</span></span></span></span></span></p>