<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানন থেকে অবৈধ বাংলাদেশি কর্মীদের জরিমানা দিয়ে ফিরতে হবে বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। গতকাল রবিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ছাড়া অবৈধদের ফেরাতে লেবানন জেনারেল সিকিউরিটি অফিসের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে দূতাবাস।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক-৭১২১৭১৩৯ ও হেল্পলাইন-৮১৭৪৪২০৭ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এদিকে বৈরুত দূতাবাস দেশে ফিরতে আগ্রহী প্রথম দফায় ১১৯ জন প্রবাসীর তালিকা প্রকাশ করেছে। তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র দূতাবাসে জমা দেওয়ার আহবান জানানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দূতাবাস জানায়, লেবানন থেকে অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরত যেতে হলে লেবাননের জেনারেল সিকিউরিটি অফিসে (আমলনামা) প্রয়োজনীয় সার্ভিস চার্জ ও জরিমানা দিয়ে এক্সিট ভিসা নিয়ে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা একটি সময়সাপেক্ষ বিষয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে জেনারেল সিকিউরিটি অফিসসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে লেবাননপ্রবাসী অনিয়মিত কর্মীদের দেশে পাঠানোর বিষয়টি উপযুক্ত সময়ে দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে অবহিত করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসী কর্মীদের মধ্যে যাঁরা দূতাবাসের নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা অনিয়মিত কর্মী হিসেবে বিবেচিত হয়ে থাকেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যাঁদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে কিন্তু আকামার মেয়াদ নেই, আকামা সংগ্রহ করেননি, মূল পাসপোর্ট আছে, কিন্তু মেয়াদ উত্তীর্ণ, মূল পাসপোর্ট নেই কিন্তু শুধু ফটোকপি আছে, শুধু বিএমইটি বা ম্যানপাওয়ার কার্ড আছে কিন্তু পাসপোর্ট বা আকামা বা বিএমইটি বা ম্যানপাওয়ার কার্ড নেই ও শুধু জাতীয় পরিচপত্র বা জন্মসনদ আছে।</span></span></span></span></span></p>