<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালরা ছাড়া বাংলাদেশের সব দল-মত-ধর্ম-বর্ণ ও বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলে এই অভ্যুত্থান সফল হয়েছে। এর ক্রেডিট যেমন সবার, তেমনি এই আন্দোলনের মাস্টারমাইন্ড আন্দোলনে অংশ নেওয়া সব আন্দোলনকারী। গতকাল মঙ্গলবার রাজধানীর তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের যে সংবিধান রয়েছে সে সংবিধান আমাদের দুই হাজারের অধিক শহীদ ভাইকে রক্ষা করতে পারেনি, আমাদের নিরস্ত্র ভাই-বোনদের পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের হামলা থেকে রক্ষা করতে পারেনি, ১৯৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি, দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি, ফ্যাসিস্টদের স্টাবলিশমেন্ট ধ্বংস করতে পারেনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>