<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ সাবেক চার মন্ত্রীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৪৩ দিন, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ১৪ দিন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ২৪ দিন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাত দিন, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সাত দিন এবং সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার ইমন হোসেন গাজী হত্যা মামলায় দীপু মনি, পলক, ইনু ও রাশেদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম। শুনানি শেষে আদালত এই মামলায় তাঁদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যাত্রাবাড়ী থানার মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় সালমান ও পলককে আরো ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় পলককে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন উপপরিদর্শক মো. সবুজ মিয়া। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যাত্রাবাড়ী থানার সাকিব হাসান হত্যা মামলায় দীপু মনি ও পলকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা মশিউর রহমানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।</span></span></span></span></span></p>