<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনায় মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মি আহমেদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।</span></span></span></span></span></p>