<p style="text-align:justify">‘নাক নাই, ওপরের চোয়াল ছাড়া একজন মানুষ। এক চোখ ভেতরে দেবে আছে, মাথার সামনের অংশ বাঁকাত্যাড়া। হঠাৎ দেখলে যে কেউ ভয়ে আঁতকে ওঠে। এটি আমার জন্য মরণযন্ত্রণা।’ কথাগুলো শেরপুরের খোকন চন্দ্র বর্মণের (২৩)। গত ৫ আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের ছোড়া গুলিতে তাঁর মুখমণ্ডলের এমন অবস্থা হয়েছে। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৭০১ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর শয্যায় ভর্তি আছেন খোকন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আজ ষষ্ঠী : সারা দেশে ৩১ হাজার ৪৬১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728442793-6e63a74d526c1307a667873fdd4d191a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আজ ষষ্ঠী : সারা দেশে ৩১ হাজার ৪৬১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/09/1433373" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে কথা হয় খোকন এবং তাঁর ছোট ভাই শুভ চন্দ্র বর্মণের সঙ্গে। খোকন বলেন, ‘চোখে দেখি না। নাক নাই—নিঃশ্বাস নেই নলের সাহায্যে। খেতে পারি না। মানুষ দেখলে আঁতকে ওঠে। এটা আমার জন্য যন্ত্রণাদায়ক। সরকার হয় আমাকে চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিক, না হয় কিছু একটা দিক, খেয়ে মরে যাই। আমি এ যন্ত্রণা নিতে পারছি না।’</p> <p style="text-align:justify">চিকিৎসকদের ভাষ্য, উন্নত চিকিৎসার জন্য খোকনকে দ্রুত রাশিয়ার মতো দেশে পাঠানো দরকার। তাঁরা আশা করছেন, মুখমণ্ডল প্রতিস্থাপন করা গেলে তাঁর চেহারা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগ নেতা বেশির ভাগই ভারতে, কেউ বা দূর দেশে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728442391-86f307cf470b6430914cecbd390401fe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগ নেতা বেশির ভাগই ভারতে, কেউ বা দূর দেশে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/09/1433372" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, দেশে খোকনের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে। এখন প্রয়োজন বিকৃত অবস্থা থেকে মুখমণ্ডল প্রতিস্থাপন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এর জন্য সার্জারি প্রয়োজন, যা বাংলাদেশে এখনো শুরু হয়নি। এই সার্জারি করার জন্য জাপান, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে কথা হয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি।</p> <p style="text-align:justify">খোকন পেশায় একজন প্রাইভেট কার চালক। শেরপুরের নালিতাবাড়ীতে গ্রামের বাড়ি। চাকরির সুবাদে থাকতেন নারায়ণগঞ্জ ভুইঘর সোনালী মার্কেট এলাকায়।</p> <p style="text-align:justify">খোকন জানান, ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর শুনে বিজয় মিছিলে যান তিনি। মিছিল শনির আখড়া থেকে যাত্রাবাড়ী থানার সামনে পৌঁছলে পুলিশ-জনতা মুখোমুখি হয়। ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে রাস্তায় পড়ে গেলে খুব কাছ থেকে মুখে গুলি ছোড়ে পুলিশ।</p> <p style="text-align:justify">হাসপাতালে খোকনের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তাঁর পাশের শয্যার আহত আরেক আন্দোলনকারী মোবাইল ফোনে সেদিনের ঘটনার একটা ভিডিও দেখান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবি পার্টির নতুন আহ্বায়ক নির্বাচিত হলেন আব্দুল ওহাব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728441608-b998a36a5899b774dfc17c6c44ac72ca.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবি পার্টির নতুন আহ্বায়ক নির্বাচিত হলেন আব্দুল ওহাব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/09/1433371" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ভিডিওতে দেখা যায়, নাক-মুখহীন রক্তাক্ত খোকন রাস্তায় পড়ে আছেন। পাশে পড়ে আছে ছোট বাঁশের টুকরায় বাংলাদেশের পতাকা। কয়েকজন বলছেন, ‘আল্লাহ, তুমি দেহ, আল্লাগো... তুমি বিচার করো।’ </p> <p style="text-align:justify">খোকনের বড় ভাই খোকা চন্দ্র বর্মন বলেন, “ছাত্ররা তাকে প্রথমে সাইনবোর্ড এলাকার একটা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফোনে একজন আমাকে বলেন, ‘আপনার ভাই গুলিবিদ্ধ। দ্রুত হাসপাতালে আসেন।’ কোন হাসপাতালে, সেটা বলে না। পরে খোঁজ নিয়ে জানতে পারি ঢাকা মেডিক্যালে নিয়ে গেছে। সেখানে এক দিন চিকিৎসা শেষে পাঠানো হয় মিরপুরের ঢাকা ডেন্টাল হাসপাতালে। সেখান থেকে আবার পাঠানো হয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে।”</p> <p style="text-align:justify">খোকনের বিদেশে চিকিৎসার বিষয়ে স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যসচিব তারেক রেজা বলেন, ‘মুখের মাত্র সাত ইঞ্চি দূর থেকে শটগান ফায়ার করে তাঁর এই অবস্থা করেছে পুলিশ। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে তাঁর চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। প্রথম প্রথম কোনো জায়গা থেকে তেমন পজিটিভ রেসপন্স পাইনি। সিঙ্গাপুর, থাইল্যান্ড এমনকি ইউএসএতেও এই সার্জারির সাকসেস রেট খুব কম। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া ও রাশিয়া থেকে পজিটিভ রেসপন্স পেয়েছি।</p> <p style="text-align:justify">অস্ট্রেলিয়ায় প্রথমে আট কোটি টাকা এবং পরবর্তী সময়ে কমিয়ে চার কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়। এদিকে রাশিয়ায় আরো অনেক কম খরচে পাঠানো যাবে (৪০ লাখ রুবল)। সাকসেস রেটও রাশিয়ায় বেশি এই সার্জারির। রাশিয়ান সার্জনদের সঙ্গে আমরা ওয়েবিনার ফিক্স করেছি। আশা করি, খুব দ্রুতই খোকন ভাইয়ের সুচিকিৎসার ব্যবস্থা করতে সক্ষম হব ইনশাআল্লাহ।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘এই পুরো কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির ডা. মাহমুদুল হাসান ভাই এবং ডা. ইফফাত নাদিয়া আপু। উপদেষ্টা নুরজাহান আপাও খুব আন্তরিকতার সঙ্গে খোকন ভাইয়ের কেসটা ডিল করছেন।’</p>