<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (সিএ) এস এম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার রাতে তাঁকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। জানা গেছে, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রকাশিত হয়। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিরোনামে প্রকাশিত সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে ফেসবুকে বিরূপ মন্তব্য করেন এস এম মনিরুজ্জামান। মন্তব্যে তিনি লেখেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগে জেলে যাওয়ার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে এলে তিনি মনিরুজামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। গতকাল মঙ্গলবার থেকে এ আদেশ কার্যকর হয়।</span></span></span></span></span></p>