<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পরিস্থিতিতে গতকাল বেশ কিছু শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে বুয়েট কর্তৃপক্ষ। তবে ঠিক কতজনের আসন বাতিল করা হয়েছে, তা জানা যায়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বুয়েট শিক্ষার্থীরা বলছেন, দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁরা ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। সামগ্রিক পরিস্থিতি নিয়ে গত রাতে ব্যাচভিত্তিক শিক্ষার্থীদের নিজেদের মধ্যে আলোচনায় বসার কথা ছিল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, হলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় অভিযুক্ত শিক্ষার্থীদের হলের আসন বাতিল করা হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যাটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আসন বাতিলের বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা বলেছেন, তাঁরা কেন্দ্রীয়ভাবে ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এর বাইরে আরো কিছু সিট বাতিল করা হয়েছে, যাঁদের বিরুদ্ধে তাঁরা কেন্দ্রীয়ভাবে অভিযোগ দেননি। তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাঁদের সবার সিট বাতিল করা হয়েছে। তাঁরা ছাত্রলীগের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন।</span></span></span></span></p>