<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজন মারা গেছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪৮ জন। গতকাল শনিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫৮৯ জন। রোগটিতে মারা গেছে ১০৬ জন। তাদের মধ্যে ৭১ জনের মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে, যা মোট মৃত্যুর ৬৭ শতাংশ।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্তদের ৪৩.৭১ শতাংশ ঢাকা মহানগর এবং ৫৬.২৯ শতাংশ ঢাকার বাইরের বিভিন্ন জেলার। আক্রান্তদের মধ্যে ৩৮.৭ শতাংশ নারী এবং ৬১.৩ শতাংশ পুরুষ। মৃতদের মধ্যে ৫৪.২ শতাংশ নারী এবং ৪৫.৮ শতাংশ পুরুষ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ৩৫৯ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলার ৪৬ জন রয়েছে। এ ছাড়া বরিশালে ৫৪ জন, চট্টগ্রাম ও ময়মনসিংহে ২৪ জন করে, খুলনায় ২০ জন, রংপুর বিভাগে ১২ ও রাজশাহী বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৯৩২ জন। তাদের মধ্যে ঢাকার এক হাজার ২৬০ জন রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>