<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">রাজধানীতে পুলিশ ও সাংবাদিককে মারধরের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। দুই মামলায় আসামির সংখ্যা ১৪। এর মধ্যে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে মোটরসাইকেল আরোহী পুলিশ পরিদর্শক মো. সেলিম আকতারকে মারধরের অভিযোগে গত শনিবার রাতে তিনি শাহবাগ থানায় একটি মামলা করেন। তাঁর মামলায় আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রতনসহ সাব্বির, শান্ত, ইমরান ও রাজিব।  </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">মামলার বাদী সেলিম আকতার ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিমের সদস্য।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">অন্যদিকে দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় শনিবার বানানী থানায় করা মামলার আসামি ছাত্রলীগের এক বহিষ্কৃত নেতাসহ ১৫ জন।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">সেলিম আকতার মামলার এজাহারে বলেন, গত ২০ মার্চ তিনি এলিফ্যান্ট রোডের দিক থেকে মোটরসাইকেল চালিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন। এ সময় আজিজ সুপার মার্কেটের সামনে দাঁড়ানো পিকআপ ভ্যান, প্রাইভেট কার ও রিকশার আড়াল থেকে তিনজন লোক রাস্তার মাঝখানে চলে এলে একজনের হাতে তাঁর (সেলিম) মোটরসাইকেলের বাঁ পাশের লুকিং গ্লাসের সামান্য ছোঁয়া লাগে। এতেই তাঁরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে অকথ্য ভাষায় গালাগালসহ এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। তিনি তাঁদের বুঝানোর চেষ্টা করেন, তিনি ইচ্ছাকৃত তাঁদের গায়ে লাগাননি। এর পরও তাঁরা তাঁকে মোটরসাইকেল থেকে ধাক্কা ও লাথি দিয়ে পাকা রাস্তার ওপর ফেলে দেন। তিনি ওঠার চেষ্টা করলে তাঁরা আবারও লাথি মেরে তাঁকে রাস্তার ওপর ফেলে দেন। পরে আরো তিন-চারজন তাঁদের সঙ্গে যুক্ত হয়ে তাঁকে মারতে থাকেন। </span></span></span></span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><b><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">সাংবাদিক সাব্বিরের ওপর হামলা</span></span></span></b></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">সাংবাদিক সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় শনিবার তাঁর স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে তিনজনের নামে ও অজ্ঞাতপরিচয় আরো ১৩-১৪ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলাটি করেন। মামলায় ১ নম্বর আসামি এস এম ইমরুল রুদ্র তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসে থাকেন।</span></span></span></span></span></span></span></span></p>