<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনার বিদায়ের পরও ষড়যন্ত্র থেমে নেই। আমাদেরই ভুল। ৫ আগস্টের পর তাঁকে গণভবনে গাছের সঙ্গে বেঁধে রাখা উচিত ছিল। ওখান থেকে বানানো ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীসহ নিরীহ নিরপরাধ আলেমদের হত্যার হুকুম দেওয়া হয়েছিল। তাঁকে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেওয়া উচিত ছিল। তাঁকে পালাতে দেওয়াই ছিল সবচেয়ে বড় ভুল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাসুদ সাঈদী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইমামদের একটি বক্তব্যে একটি সমাজ পরিবর্তন হতে পারে। আপনাদের একটি কথায় মানুষের চরিত্র বদলাতে পারে। আল্লামা সাঈদীর কণ্ঠে কোরআন শুনে এক হাজারেরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাসুদ সাঈদী আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতিবাজ অর্থপাচারকারীরা বসে রাষ্ট্রের চেয়ারে আর জাতির শ্রেষ্ঠ সন্তান ইমামরা বসে ছোট একটি ঘরে। বাংলাদেশের এই ক্রান্তিকালে ইমাম সম্মেলন অত্যন্ত অর্থবহ ও গুরুত্বপূর্ণ। কারণ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে ওলামা বিভাগ নাজিরপুরের আহ্বায়ক হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. আবু দাউদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির উপদেষ্টা অধ্যক্ষ মো. জহিরুল হক, ইমাম শাখা পিরোজপুর জেলার সভাপতি মুফতি আব্দুল হালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মো. মোসলে উদ্দীন, শিবিরের সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।</span></span></span></span></p>