<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে আর চলবে না। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ছাত্রলীগের চেয়ে অনেক বেশি সন্ত্রাস করেছে যুবলীগ। তার চেয়ে বহুগুণ সন্ত্রাস করেছে আওয়ামী লীগ। যেসব কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, একই কারণে যুবলীগ ও আওয়ামী লীগকেও নিষিদ্ধ হতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলায় নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার বিকেলে বন্দরনগরীর লালদীঘি মাঠে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর ও জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাপলা চত্বরে গণহত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও নৈরাজ্যবাদ প্রতিরোধে এই সমাবেশের আয়োজন করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামুনুল হক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুক্তমঞ্চে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাওয়ায় স্মরণ করছি আন্দোলনে শহীদদের, যাঁদের অক্লান্ত ত্যাগ, শাহাদাতের সিঁড়ি বেয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ২০০৯ সালে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন সেই সব শহীদকে স্মরণ করছি। দেড় হাজারের বেশি ছাত্র-জনতা, এমনকি শিশুও রক্ষা পায়নি হায়েনাদের হাত থেকে। এসব হত্যাকাণ্ডের খলনায়িকা শেখ হাসিনাসহ তাঁর খুনি মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা কর্মকর্তাদের বিচারের জোর দাবি জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, ২০০৯ সাল থেকে যত গণহত্যা হয়েছে, প্রতিটি ঘটনার জন্য শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার করতে হবে। ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মামলা করে বিচার করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খেলাফত মজলিসের নায়েবে আমির আলী উসমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, খেলাফত মসলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ নোমান, আবুল হাসনাত বেলালী প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোয়াখালীতে মামুনুল হক : নোয়াখালী প্রতিনিধি জানান, খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অন্তর্বর্তী সরকাকে ইঙ্গিত করে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। বরং আপনাদের যে দায়িত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর জন্য রোডম্যাপ ঘোষণা করুন। আগামী নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করুন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শনিবার দুপুরে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে নোয়াখালী খেলাফত মজলিসের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে বত্তৃদ্ধতা করেন খেলাফত  মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউছুফ আশরাফ, কেন্দ্রীয় নায়েবে আমির খুরশিদ আলম কাশেম, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, মোহাম্মদ আতাউল্যাহ, জালালউদ্দিন আহসান, শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন হাজি, যুব মজলিসের সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, খেলাফত ছাত্র মজলিসের নোয়াখালী জেলা সভাপতি আবদুর রহমান জিহাদী প্রমুখ।</span></span></span></span></p> <p> </p>