<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসা-বাণিজ্যে ভারতের আদানি গ্রুপের একের পর এক জালিয়াতির ঘটনা বের হয়ে আসছে। এবার মার্কিন আদালত থেকে বড় ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপকে সন্দেহের দৃষ্টিতে দেখছে বিশ্বের বিভিন্ন দেশ। কেনিয়া ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কাও আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় গণমাধ্যম জানায়, আদানি গ্রুপের সঙ্গে সই হওয়া বিদ্যুৎ চুক্তি নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির সাবেক সরকারের সঙ্গে আদানি গ্রুপের বায়ুবিদ্যুৎ সংক্রান্ত যে চুক্তি হয়েছিল, সে বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। সিলোন ইলেকট্রিসিটি বোর্ডের মুখপাত্র ধনুষ্কা পরাক্রমসিঙ্ঘে এ কথা জানিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, আদানি গ্রুপের ওই বিদ্যুৎ প্রকল্পের ব্যয়, তার পরিবেশগত প্রভাব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব কিছু খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে শ্রীলঙ্কার মান্নার ও পুনেরিনে বায়ুবিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছিল। চুক্তি বাতিল না হলেও আপাতত এর ভবিষ্যৎ নির্ধারণ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আদানি গ্রুপের মালিকানাধীন একটি বন্দরকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে পারে যুক্তরাষ্ট্রের ডিএফসি।</span></span></span></span></p>