<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে পাগলা ঘোড়ার গতিতে ছুটছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। কোনোভাবেই এর দাম ধরে রাখা যাচ্ছে না। গত রবিবার ৪.৫০ শতাংশ দাম বেড়ে যায়। এতে একেকটি বিটকয়েনের দাম ৮০ হাজার ডলার ছাড়িয়ে যায়। বিটকয়েনের ১৫ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ দাম। এখন বিটকয়েনের বাজার মূলধন দেড় ট্রিলিয়ন ডলার বা এক লাখ ৫০ হাজার কোটি ডলারের বেশি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ক্রিপ্টোকারেন্সিকে ভাঁওতাবাজি হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তবে পরবর্তীতে তিনি ইতিবাচক মনোভাব দেখাতে শুরু করেন। নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রকে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তিনি ক্ষমতায় গেলে ডিজিটাল মুদ্রাবিষয়ক নীতিমালা সহজ করবেন বলে জানান। এ ছাড়া ডিজিটাল সম্পদবান্ধব আর্থিক নিয়ন্ত্রক নিয়োগ দেওয়ারও ঘোষণা দেন। ট্রাম্পের অধীনে যে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে তা আগেই বুঝতে পেরেছিলেন বিনিয়োগকারীরা। গত বুধবার প্রেসিডেন্ট পদে ট্রাম্পের জয় ঘিরে বিটকয়েনের দাম একলাফে ৮ শতাংশ বাড়ে। এতে একেকটি বিটকয়েন বিক্রি হয় ৭৫ হাজার ৩৭১ ডলারে। এর পর থেকেই বিটকয়েনের দাম রেকর্ড হারে বাড়তে শুরু করে। গতকাল সোমবার বিটকয়েনের দাম ৮২ হাজার ডলার অতিক্রম করে। গত মার্চেও বিটকয়েনের দাম রেকর্ড পরিমাণ বেড়েছিল। সব মিলিয়ে চলতি বছরে ক্রিপ্টোকারেন্সিটির দাম বেড়েছে ৮০ শতাংশের বেশি। মার্কিন আর্থিক সেবাদাতা কম্পানি স্টোনএক্স ফিন্যানশিয়ালের মার্কেট অ্যানালিস্ট ম্যাট সম্পসন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্প প্রশাসন ক্রিপ্টোকারেন্সির ওপর থেকে কঠোর বিধি-নিষেধ তুলে নিলে এই খাত দ্রুত অগ্রসর হবে। এতে বিটকয়েনের দাম ভবিষ্যতে এক লাখ ডলারের মাইলফলকও ছুঁতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : বিবিসি</span></span></span></span></p>