<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মালিকানাধীন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর কাছে ঋণের টাকা আদায় করতে পারছে না আইএফআইসি ব্যাংক। অবশেষে কম্পানিটির কাছে আটকে থাকা টাকা ফেরত চেয়ে ৩০ দিনের আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ দিয়েছে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের বনানী শাখা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী, দৈনিক পত্রিকার মাধ্যমে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, আইএফআইসি ব্যাংক পাওনা টাকা আদায়ে নানা চেষ্টা করে আসছিল। কিন্তু কোনোভাবে টাকা ফেরত দিচ্ছিল না কম্পানিটি। বাধ্য হয়ে ৩০ কার্যদিবসের মধ্যে পাওনার চার কোটি ১৪ লাখ টাকা শোধ করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে কম্পানির বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেবে ব্যাংক কর্তৃপক্ষ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/01-11-2024/2/kalerkantho-ib-2a.jpg" height="336" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/01-11-2024/2/kalerkantho-ib-2a.jpg" style="float:left" width="350" />লিগ্যাল নোটিশে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন। সাতক্ষীরা জেলায় প্রতিষ্ঠিত কম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে দেড় কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। পরে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে স্থানান্তর করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কম্পানিটি ব্যাংককে চলতি বছরের ৪ সেপ্টেম্বর দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স হয়েছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে ঋণ পরিশোধের জন্য এবার ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ব্যাংকটি।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রিকেটার সাকিব আল হাসান বিগত ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দাতিনাখালি এলাকায় সড়কের ধারে গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। নাম দেন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। ২০২১ সালে কম্পানিটি বন্ধ করে দেওয়া হয়। সুদে-আসলে বর্তমানে সাকিবের কম্পানির কাছে মোট পাওনা চার কোটি ১৪ লাখ টাকা। </span></span></span></span></p>