<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া এখানে রয়েছে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা। তাই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আন্তরিক ফিলিপিন্স সরকার। এ লক্ষ্যে ভিসা জটিলতা নিরসনসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক বাড়াতে তিনি বাংলাদেশি ব্যবসায়ী ডেলিগেটদের ফিলিপিন্সে আমন্ত্রণ জানান। গতকাল বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ফিলিপিন্স দূতাবাসের থার্ড সেক্রেটারি এবং ভাইস কনসাল লিন আর গুতেরেজ এসব কথা বলেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, শিপ বিল্ডিং, শিপব্রেকিং এবং আইটি সেক্টর এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম চেম্বার ব্যাবসায়িক পরিবেশ ও বিনিয়োগের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।</span></span></span></span></p>