<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কুষ্টিয়া শহরের একটি হোটেলে গতকাল মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের কুষ্টিয়া অঞ্চলের পরিবেশক মেসার্স সোনালী ট্রেডিংয়ে শুভ হালখাতা অনুষ্ঠিত হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেসার্স সোনালী ট্রেডিংয়ের মালিক আবুল বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের সিএসও শাহ জামাল শিকদার। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণবঙ্গের ডিজিএম শাহাদাত হোসাইন, জোনাল হেড জাফরুল ইসলাম প্রমুখ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উক্ত হালখাতা অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের ৬০ জন রিটেইলার, ১০ জন ঠিকাদার, ছয়জন প্রকৌশলী এবং খুচরা ও পাইকারি বিক্রেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সব রিটেইলারকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সব বিক্রেতাকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি করে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p> </p>