<p>চলমান কোটা আন্দোলনের সুযোগ নিয়ে চলমান সহিংসতার মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের পাঁচটি সিমেন্টের গাড়িতে হামলা চালিয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার (২২ জুলাই) সিদ্ধিরগঞ্জের মৌচাক মোড়ে এসব গাড়িতে আগুন দেওয়া হয়। এর আগে সিমেন্টের আরো পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রজিনা আক্তার বলেন, আগুনে বসুন্ধরা গ্রুপের পাঁচটি সিমেন্টের গাড়ি পোড়ার তথ্য পাওয়া গেছে।  </p> <p>তিনি বলেন, গতকাল সকাল ১১টা ৪২ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচার মোড়ে বসুন্ধরা গ্রুপের পাঁচটি সিমেন্টের গাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১২টা ১৪ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। এই গাড়িগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।</p> <p>খোঁজ নিয়ে জানা যায়, এর আগেও গত শনিবার সিদ্ধিরগঞ্জের মাদানিনগর মাদরাসা এলাকায় আন্দোলনের মুখে বসুন্ধরা গ্রুপের দুটি সিমেন্টের গাড়ি আটকা পড়ে যায়। আন্দোলনকারীরা সিমেন্টের গাড়ি দুটির চাকা পাংচার করে গাড়ি দুটি আন্দোলনের ব্যারিকেড হিসেবে ব্যবহার করে। ঠিক একই দিন সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় আন্দোলনের মুখে বসুন্ধরা গ্রুপের তিনটি সিমেন্টের গাড়ি আটকা পড়ে যায়। <br /> আন্দোলনকারীরা সিমেন্টের গাড়ি পাঁচটির চাকা পাংচার করে গাড়ি তিনটি আন্দোলনের ব্যারিকেড হিসেবে ব্যবহার করে। শনিবার রাতেই এই পাঁটটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।<br />  </p>