<p>কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা এবং ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সদ্য সাবেক সাংসদ মাহবুবউল আলম হানিফ এবং তার চাচাতো ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ ৭৬ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা নিহত ইউসুফ সেখের মেয়ে মোছা. সীমা কুষ্টিয়া সদর মডেল থানায় এই মামলা করেন। হানিফ ও আতার হুকুমে অন্য অভিযুক্তরা তার বাবাকে গুলি করে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।<br />   <br /> কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুল হক এই মামলার কথা স্বীকার করে কালের কণ্ঠকে জানান, এই মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রবিউল ইসলাম ও অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক আজর আলী, কোষাধ্যক্ষ অজয় সুরেখা, দুই সাংবাদিকসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৭৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। </p> <p>এর আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলায় নিহত শিশু আব্দুল্লার পিতা লোকমান হোসেন এবং নিহত বাবুর পক্ষে সমন্বয়কারী রাইসুল হক বাদী হয়ে হানিফ ও আতাসহ আরো ৪৯ জনকে আসামি করে আরো দুটি হত্যা মামলা করেন। এ নিয়ে কুষ্টিয়ায় হানিফ-আতার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হলো। পুলিশ মামলাগুলো গ্রহণ করে কার্যক্রম শুরু করলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে ওসি জানান।</p>