<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এবার রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ পর্যায়ে আগামী শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে। এর আগে ১২ ও ৩১ আগস্ট দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন তিনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">১২ আগস্টের বৈঠকে বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদের দুই অংশ, এনডিএমসহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়। ওই বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের বিষয়ে দলগুলোর মতামত নেওয়া হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">৩১ আগস্টের বৈঠকে যোগ দেয় ছয়টি ইসলামী দল</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামে ইসলামী এবং নেজামে ইসলাম।  ওই দিনের বৈঠকে  দলগুলো সংস্কার শেষে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যৌক্তিক</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> সময়ে নির্বাচনের দাবি জানায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আবার বৈঠকের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলো ও বিশেষজ্ঞরা। তাঁরা মনে করেন, দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে। তা ছাড়া রাজনৈতিক দলগুলোই হচ্ছে রাষ্ট্রের মূল চালিকাশক্তি। সংস্কার কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতা প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের অন্যতম উপাদান হচ্ছে রাজনৈতিক সংস্কার। সে ক্ষেত্রে দলগুলোর সঙ্গে সংলাপ চলমান থাকা দরকার। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। আলোচনার সময় অন্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গত ১১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্তের কথা জানান। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে এই বৈঠক ডাকল অন্তর্বর্তী সরকার। বিএনপিসহ কয়েকট দল দ্রুত সংস্কারের তাগিদ দিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এমন প্রেক্ষাপটে এই বৈঠক হতে যাচ্ছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংস্কারের উদ্যোগ এবং প্রধান উপদেষ্টার আবার আলোচনার জন্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলগুলো। তারা মনে করে, আলোচনার মাধ্যমে নির্বাচনের বিষয়ে একটি সুন্দর সমাধান বেরিয়ে আসবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকালকের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এই আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কতক্ষণ সংলাপ হবে এবং এক দিনেই সবার সঙ্গে সংলাপ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। আলোচনার দিনই সংলাপের সময় বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে। এই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবার নতুন দফায় আলোচনা শুরু হবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজনৈতিক আলোচনার ওপর কমিশন গঠন নির্ভর করছে না জানিয়ে তিনি বলেন, কমিশনগুলোর প্রধানরা কাজ শুরু করেছেন। তাঁদের জন্য অফিস খোঁজা হচ্ছে। যাঁরা কমিশনের সদস্য হবেন, সে ক্ষেত্রে তাঁদের সম্মতি লাগে, এখন তাঁদের সম্মতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এমন প্রশ্নের জবাবে প্রেসসচিব শফিকুল আলম বলেন, এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার ওপর। পুরোটাই উপদেষ্টামণ্ডলী ডিসাইড করবেন। আমি যতটুকু জেনেছি, প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের ১ অক্টোবর থেকে কাজ শুরু করার কথা ছিল। তবে সম্প্রতি সরকার সিদ্ধান্ত নেয়, আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। পরে এসব কমিটি কাজ শুরু করবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত সোমবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব এক সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এসব কমিটি কাজও শুরু করেছে। আগামী ১ অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনায় বসা দরকার। কারণ, রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেকহোল্ডার। আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। সেদিন তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা কবে বসবেন সেটা শিগগির জানানো হবে। গতকাল তিনি সেই দিনক্ষণ জানিয়েছেন। সরকারের চাওয়া হলো, কাজ শেষে কমিশনগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রধান উপদেষ্টার এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি কালের কণ্ঠকে বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে তাঁরা রাষ্ট্র সংস্কার চান। তবে সেটি দ্রুত করতে হবে, সময়ক্ষেপণ করা যাবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি তাঁর অবস্থান থেকে সুপারিশ তুলে ধরবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কালের কণ্ঠকে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তাঁদের শনিবার আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্কারের বিষয়ে তাঁরা দলীয় ফোরামে বিশ্লেষণ করেছেন। বৈঠকে পরিবেশ পেলে তাঁরা সুনির্দিষ্টভাবে সংস্কার প্রস্তাব তুলে ধরবেন। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিশেষজ্ঞরা যা বলছেন</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই সংলাপ বিষয়ে নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ গতকাল বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এটি ভালো উদ্যোগ। অন্তর্বর্তীকালীন সরকার সব পক্ষের সঙ্গে বিশেষভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাষ্ট্র সংস্কারের কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে বলেই আমি আশা করি। আমার ধারণা, বৃহস্পতিবারই (আজ) সংস্কার কমিশন গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। সে ক্ষেত্রে আগামী শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হলে  সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে ধারণা দেওয়া সম্ভব হবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নাগরিক সংগঠন </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সুজন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> সম্পাদক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার এ প্রতিবেদককে বলেন, যেকোনো উদ্যোগ বাস্তবায়ন বা সংকট সমাধানে  অংশীজনদের সঙ্গে সংলাপ প্রয়োজন। এটা চলমান একটি বিষয়। রাষ্ট্র, রাজনীতি, নির্বাচন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এসব সাংবিধানিক সংস্কারের বিষয়েও বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। এর আগেও প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমনবিষয়ক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানও একই মত পোষণ করেন। তিনি কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এটি মোস্ট গুড প্র্যাক্টিস। রাজনৈতিক দলগুলো হচ্ছে একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন, তার অনত্যম উপাদান হচ্ছে রাজনৈতিক সংস্কার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রাপ্ত ম্যান্ডেট নিয়েই কাজ করছে। সংস্কারের কাজে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে টাইম টু টাইম সংলাপ হওয়া দরকার। এ ধরনের সংলাপ রাষ্ট্র সংস্কারের অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলেই আমি মনি করি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p>