<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি রাস্তায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গত রবিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানায়, গত রবিবার যাত্রীবাহী বাসটি ৬৫ ফুট গভীর খাদে পড়ে যায়। নিহতদের পরিচয় শনাক্ত করতে এবং ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে ইউনিয়াও দস পালমারেস শহরের কাছে একটি ঐতিহাসিক স্থানে যাচ্ছিল। তবে সেরা দা বারিগা পর্বতশ্রেণির নিকটবর্তী একটি সড়কে আসার পর যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস প্রদেশের গভর্নর পাওলো দান্তাস। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ সিলভা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা, চিকিৎসা ও সমর্থনে প্রাদেশিক কর্তৃপক্ষকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>