<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লৌহমানবী মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের রাজনৈতিক নেতাদের মাঝে যাঁর ওপর ইতিহাস নিজেই আলো ফেলেছে, তিনি হলেন কেমি বেইডনক। থ্যাচার যেমন করে দলের ভেতরে থেকে দলীয় কর্মকাণ্ডের তুখোড় সমালোচনা করতেন, একই কাজ করে বারবার হোঁচট খেলেও শেষ পর্যন্ত ইতিহাসই রচনা করে ফেললেন কেমি। দেশটির কোনো বড় রাজনৈতিক দলের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী দলপ্রধান হলেন। নাইজেরীয় বংশোদ্ভূত কেমির পুরো নাম ওলুকেমি ওলুফুন্তো আদেগোকে বেইডনক। জন্ম ১৯৮০ সালের ২ জানুয়ারি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক বুক স্থির বিশ্বাস নিয়ে কেমি রাজনীতিতে নাম লেখান। এমপি হলেন, মন্ত্রীও হলেন। সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাককে হটিয়ে দলপ্রধান হলেন। কেমির ব্যক্তিত্বের সবচেয়ে আকর্ষণীয় দিক কোনগুলো? বিশ্লেষকদের মুখেই তা শুনে নিন : </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁর উপমাবিহীন দৃঢ় দৃষ্টিভঙ্গি, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অ্যান্টি-ওয়েক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মূল্যবোধ আর নিপাট নো-ননসেন্স শৈলী তাঁকে রক্ষণশীল দলটির প্রিয়তম করে তুলেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই মধ্যে বেইডনক প্রমাণ করতে পেরেছেন, কোন পরিস্থিতিতে দলের হয়ে কী বলতে হয়। সময়োপযোগী মন্তব্যই তাঁর শাণিত অস্ত্র। প্রতিপক্ষ অথবা সাংবাদিকরা বুঝে উঠতে পারেন না, কেমির আস্তিনে কোন ধরনের অস্ত্র (জবাব) লুকানো রয়েছে। দলনেতা নির্বাচিত হওয়ার পর সাংবাদিকরা বেশ বিব্রতকর প্রশ্ন ছুড়ে দিলেন : </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কনজারভেটিভরা কেন গত জুলাইয়ের নির্বাচনে এত বাজেভাবে হেরেছিল? জবাবে স্মিত হেসে কেমি বললেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওটার জবাব অবশ্যই পাবেন। তবে এখন কাজ করার সময়, এখন নবজাগরণের সময়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বোঝা যায়, স্মার্ট জবাব তাঁর জিবের ডগায় নিত্য লাফায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রিটেনে কনজারভেটিভ পার্টির নেতা হলেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির মধ্যে সর্বোচ্চ পদ। এই পদে অলংকৃত হয়ে কেমি শুধু ইতিহাসে নাম লেখালেন না। বরং ইতিহাসকেই বলে দিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুমিই এখন আমার পেছনে ছুটে বেড়াও।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪৪ বছর বয়সী কেমি বেইডনক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট জেনেরিককে প্রায় এক লাখ ভোটে হারিয়ে এই পদে উঠে এলেন। ফলে ব্রিটেনের হাউস অব কমন্সে বিরোধী নেত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জায়গা নেবেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরের জুলাই মাসে সাধারণ নির্বাচন হয় ব্রিটেনে। শোচনীয়ভাবে হারে কনজারভেটিভ পার্টি। ১৮৩২ সালের পর এই প্রথম দুই শর কম আসন পায় দলটি। যেখানে ৪১১টি আসন পেয়েছে লেবার পার্টি, সেখানে মাত্র ১২১টি আসনে জয় পায় কনজারভেটিভরা। দলের এমন বেহাল অবস্থার পর দলের নেতা পরিবর্তনের লক্ষ্যে হয় দলীয় নির্বাচন। সেখানেই বিপুল ভোটে জয়লাভ করে কনজারভেটিভ দলের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে নির্বাচিত হলেন কেমি। সূত্র : ডন</span></span></span></span></span></p>