<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকায়  একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে।  স্কুলটিতে হাজারো ফিলিস্তিনি বাস্তুচ্যুত আশ্রয় নিয়েছিলেন। মধ্য গাজার দেইর আল বালাহ শহরে অবস্থিত রুফাইদা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, হামলায় আহতদের আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় কয়েক দফায় ধ্বংসের শিকার হয়েছে হাসপাতালটিও। তারই মধ্যে কোনো রকমে আংশিক চিকিৎসাসেবা টিকে আছে সেখানে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল গাজার খান ইউনিসে চারজন এবং জাবালিয়া শরণার্থী শিবিরে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় গত বছরের অক্টোবর থেকে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪২ হাজার ৬৫ জন নিহত এবং ৯৭ হাজার ৮৮৬ জনের বেশি আহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে গতকাল আল আকসা শহীদ ব্রিগেডের এক নেতাসহ কমপক্ষে চার ফিলিস্তিনিকে  ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে।  ইসরায়েলের বিমানবাহিনী লেবাননেও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি হাসপাতালে হামলায় তাদের পাঁচজন প্যারামেডিক নিহত হয়েছে। একই সঙ্গে সিরিয়ার হোমস ও হামা প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় একটি গাড়ি কারখানা এবং একটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দিল বলিভিয়া : গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বলিভিয়া। গত বুধবার আইসিজে এ কথা জানায়। কলম্বিয়া, লিবিয়া,  স্পেন ও মেক্সিকো, নিকারাগুয়া  এবং তুরস্কের পর বলিভিয়া ইসরায়েলের বিরুদ্ধে মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে দাঁড়ালো। সূত্র : আলজাজিরা</span></span></span></span></p>