<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাপানের হিরোশিমা শহরের মেয়র কাজুমি মাতসুই বলেছেন, ইউক্রেন ও গাজা যুদ্ধ বিশ্বজুড়ে ভয় আর অবিশ্বাসকে গভীর করে তুলছে। গতকাল মঙ্গলবার হিরোশিমায় পারমাণবিক হামলার ৭৯তম বার্ষিকীতে তিনি একথা বলেন। মাতসুই বলেন, এই যুদ্ধগুলো অগণিত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে আর স্বাভাবিক জীবন তছনছ করে দিচ্ছে। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়েছিল। গতকাল ভয়াবহ বেদনাদায়ক সেই দিনটি স্মরণ করে জাপান। হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পারমাণবিক হামলায় নিহতদের স্মৃতির প্রতি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শ্রদ্ধা জানান। স্মরণানুষ্ঠানে অন্তত ৫০ হাজার মানুষ উপস্থিত হয়। স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে শান্তির ঘণ্টা বাজানো হলে সবাই এক মিনিট নীরবতা পালন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়েই যুক্তরাষ্ট্রের বি-২৯ বোমারু বিমান থেকে হিরোশিমায় পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয়েছিল। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>