<p>ভারতের উত্তরাখণ্ডের রামনগরের কাছে আজ সোমবার একটি বাস খাদে পড়ে অন্ততপক্ষে ২৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে একাধিক শিশু আছে বলে প্রশাসন জানিয়েছে। বাসে ৪৫ জনের বসার জায়গা ছিল। </p> <p>বাসটি গারোয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল, পথে মারচুলার কাছে ২০০ ফিট গভীর খাদে পড়ে যায়। পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।</p> <p>উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরো গতি আনতে বলা হয়েছে। </p> <p>তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালায়।’</p> <p>মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছেন। গুরুতর আহতদের দরকারে হেলিকপ্টারে করে নিয়ে আসা হবে।’</p> <p>মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্থানীয় আরটিও কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়েছে। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা দেয়া হবে। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশও দেয়া হয়েছে।’</p>