<p>উত্তর গাজার আবাসিক ভবনে দুটি ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি শিশুসহ ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলার কথা জানিয়েছে।</p> <p>আলজাজিার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজার দুটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এ ঘটনায় ওই ভবনের ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস বলেছে, দুটি বহুতল ভবন যখন লক্ষ্যবস্তু করা হয়েছিল, তখন সেখানে অন্তত ১৭০ জন লোক আশ্রয় নিয়েছিল। </p> <p>তারা আরো জানিয়েছে, ইসরায়েলি হামলা এবং ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে এই অঞ্চলে কোনো সিভিল ডিফেন্স ক্রু, চিকিৎসা পরিষেবা বা অন্যান্য ত্রাণ পরিষেবা নেই। এটি একটি ‘গণহত্যা’, যেখানে ৮৪ জনের প্রাণ চলে গেছে।</p> <p>ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি। তবে সেগুলো  তারা শালায়েল এবং আল-ঘন্দুর পরিবারের বলে জানিয়েছে তারা।</p> <p>সরকার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে এবং গাজায় চলমান ‘গণহত্যার’ জন্য ইসরায়েল এবং তার মিত্রদের ( মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি) দায়ী করেছে। গতকাল শুক্রবারের হামলার পর গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ২৫৯ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৮২৭ জন।</p> <p>সূত্র: আলজাজিরা  </p>