<p style="text-align:justify">উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) রাতে পৃথক ইসরায়েলি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার। </p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কোনো আগাম সতর্কতা ছাড়াই জনবহুল ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৫ জন নিহত আর বহু মানুষ আহত হয়েছেন। এক কিছু সময় পরে আরেক হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। নিহত ও আহতদের মধ্যে অনেকেই শিশু, নারী ও বৃদ্ধ। </p> <p style="text-align:justify">অ্যাম্বুলেন্স সংকট এবং ওই অঞ্চলে যাওয়ার সব পথ ইসরায়েলি সেনারা আটকে রাখায় হামলার পর উদ্ধার অভিযান চালাতে পারেনি কর্তৃপক্ষ। বেইত লাহিয়ার অন্তত পাঁচটি বাড়িতে এই হামলা চালানো হয়। </p> <p style="text-align:justify">গত তিন সপ্তাহ ধরে উত্তর গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। এরে বাস্তুচ্যুত হয়েছেন সেখানকার হাজারো বাসিন্দা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া, বেইত হানুন এবং বেইত লাহিয়ায় গত তিন সপ্তাহে ইসরায়েলি হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। </p>