<p>হংকংয়ের একটি চিড়িয়াখানায় গত সপ্তাহে ব্যাকটেরিয়া সংক্রমণে কমপক্ষে নয়টি বানর প্রাণ হারিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর আরো দুটি বানর মারা যায়। মেলিওডোসিস ব্যাকটেরিয়ার কারণে এখন পর্যন্ত ১১টি বানরের মৃত্যু হয়েছে। ১৮৬০ সালে নির্মিত হংকংয়ের প্রাচীনতম চিড়িয়াখানা ও পার্কের একাংশ ১৪ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। ওই সময়ই প্রথম কয়েকটি বানরের মৃত্যুর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।</p> <p>পাঁচটি পৃথক খাঁচায় বানরগুলো রাখা ছিল। মৃত বানরগুলোর মধ্যে ডি ব্রাজা প্রজাতির পাশাপাশি একটি কাঠবিড়ালি বানর, তুলো-শীর্ষ তামারিন এবং সাদা মুখের সাকিস ছিল।</p> <p>কর্তৃপক্ষ জানিয়েছে, মেলিওডোসিস ধরার পর নয়টি বানর সেপসিসে মারা গেছে। ময়নাতদন্তে বানরের অঙ্গে প্রচুর পরিমাণে মেলিওডোসিস ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা সম্ভবত বানরদের আবাসস্থলের কাছাকাছি মাটি থেকে তাদের শরীরে প্রবেশ করেছিল। সর্বশেষ দুটি বানরের মৃত্যুর কারণ নির্ধারণের জন্য আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্পের বিরুদ্ধে নতুন মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729575683-b1b2f18193dc99a1a760ace02ead45b1.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্পের বিরুদ্ধে নতুন মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/22/1437834" target="_blank"> </a></div> </div> <p>শহরের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী কেভিন ইয়ুং স্থানীয় সম্প্রচারকারী আরটিএইচকে বলেছেন, চিড়িয়াখানায় কাজ করার জন্য বানররা যেখানে বাস করত তার কাছাকাছি মাটি খনন করা প্রয়োজন পড়েছিল। তিনি বলেন, ‘শ্রমিকরা তখন তাদের জুতায় লেগে থাকা দূষিত মাটি থেকেই ব্যকটেরিয়া খাঁচা পর্যন্ত পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।’ </p> <p>তিনি আরো বলেন, ‘আমরা আপাতত স্তন্যপায়ী প্রাণীদের বিভাগটি বন্ধ করে দিয়েছি। এতে প্রাণীদের সঙ্গে সাধারণ নাগরিকদের কোনো ধরনের যোগাযোগ থাকবে না।’ </p> <p>কর্তৃপক্ষ জানিয়েছে, মেলিওডোসিস প্রজাতির ব্যাকটেরিয়া সাধারণ আর্দ্র মাটিতে থাকে। যদিও এটি মানুষ এবং প্রাণী উভয়কেই প্রভাবিত করতে পারে, তবে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে যাওয়ার সম্ভাবনা কম।</p> <p>সূত্র : রয়টার্স</p>