<p>ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সতর্ক করে বাড়িতে ফিরে যেতে নিষেধ করেছে। কারণ ওই অঞ্চলে তাদের বাহিনী এখনো হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। </p> <p>সামরিক মুখপাত্র আভিচায় আদ্রেই এক্সে এক পোস্টে বলেছেন, ‘ইসরায়েলি বাহিনী আপনাদের গ্রাম বা এর আশপাশে হিজবুল্লাহর পোস্টগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে। নিজেদের সুরক্ষার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে ফিরে যাবেন না। দক্ষিণে যাবেন না; দক্ষিণে গেলে জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।’</p> <p>এ ছাড়া একটি আলাদা পোস্টে আদ্রেই দক্ষিণ লেবাননের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাদলের প্রতি আহ্বান জানান, যাতে তারা অ্যাম্বুল্যান্স ব্যবহার থেকে বিরত থাকে। তিনি দাবি করেন, হিজবুল্লাহ যোদ্ধারাও অ্যাম্বুল্যান্স ব্যবহার করে।</p> <p>তিনি আরো বলেন, ‘আমরা চিকিৎসাদলগুলোকে হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে যোগাযোগ না করতে এবং তাদের সহযোগিতা থেকে বিরত থাকতে বলছি। যেকোনো ধরনের গাড়ি, যেটিতে সশস্ত্র ব্যক্তিরা থাকবে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p>ইসরায়েল গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ায় এখন একাধিক ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার উত্তরে, বিশেষত জাবালিয়া শহর ও এর আশপাশের এলাকায় তীব্র স্থল ও বিমান হামলা শুরু করেছে।</p> <p>আদ্রেই শনিবার জাবালিয়া শরণার্থী শিবিরের দক্ষিণে শেখ রাদওয়ান এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বানও জানান। ওই এলাকার বাসিন্দাদের গাজার দক্ষিণাঞ্চলের মানবিক অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘নির্দিষ্ট এলাকা ও এর আশ্রয়কেন্দ্রগুলো বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত।’</p> <p>সূত্র : এএফপি</p>