<p>ভারতের চেন্নাইয়ে মেরিনা সৈকতে রবিবার এয়ার শো দেখতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে অন্তত একজনের মৃত্যুর কারণ ছিল হিট স্ট্রোক।</p> <p>৯২তম ভারতীয় বিমানবাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে এয়ার শো দেখার জন্য এদিন স্থানীয় সময় সকাল ১১টার আগেই উৎসাহী পরিবারগুলো মেরিনা সৈকতে জড়ো হয়। অনেককে তীব্র রোদ থেকে বাঁচতে ছাতা দিয়ে নিজেদের ঢেকে রাখতে দেখা গেছে।</p> <p>এই এয়ার শোতে বাহিনীটির বিশেষ গারুড় ফোর্সের কমান্ডোরা একটি কাল্পনিক উদ্ধার অভিযানে অংশ নেন এবং জিম্মিদের মুক্ত করার প্রদর্শনী করেন। শোতে ৭২টি বিমান প্রদর্শিত হয়, যার মধ্যে ছিল রাফাল, দেশীয়ভাবে নির্মিত অত্যাধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজাস, লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড ও ঐতিহ্যবাহী বিমান ডাকোটা।</p> <p>২০২৪ সালের এই বহুল প্রত্যাশিত এয়ার শোটি দেখার জন্য প্রায় ১৫ লাখ মানুষ এদিন সৈকতে সমবেত হয়েছিল।</p> <p>সূত্র : এনডিটিভি</p>