<p>ভারতের উত্তরপ্রদেশের মিরাটে একটি তিনতলা বাড়ি ধসে এক পরিবারের অন্তত ৯ জন সদস্য নিহত হয়েছে। ওই বাড়িতে আরো চারজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জাকিরনগর এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য মতে, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, ফায়ার ব্রিগেড ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছেন। কর্মকর্তাদের মতে, ভবনটিতে একটি ডেইরি ফার্ম ছিল, দুই ডজনেরও বেশি মহিষও আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উত্তর প্রদেশে বিজেপির কোন্দল প্রকাশ্যে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/04/1722744491-fee4e47f3e4c529b1f2c751035a4492c.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উত্তরপ্রদেশে বিজেপির কোন্দল প্রকাশ্যে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/08/04/1411614" target="_blank"> </a></div> </div> <p>গণমাধ্যমের তথ্যানুযায়ী, ভবনটিতে প্রাথমিকভাবে ১৫ জন আটকা পড়েছিল। যাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের ৯ জনই মারা যায়।</p> <p>নিহতরা হলো-সাজিদ (৪০), তার মেয়ে সানিয়া (১৫), ছেলে সাকিব (১১), সিমরা (দেড় বছর), রিজা (৭), নাফো (৬৩), ফারহানা (২০), আলিসা (১৮) ও আলিয়া (৬)।</p> <p>মিরাট জোনের অতিরিক্ত মহাপরিচালক ডি কে ঠাকুর, বিভাগীয় কমিশনার সেলভা কুমারী জে, পুলিশের মহাপরিদর্শক নচিকেতা ঝা ও সিনিয়র পুলিশ সুপার ভিপিন টাডাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার অভিযান পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন।</p> <p>এলাকার রাস্তাগুলো সরু হওয়ায় জেসিবি মেশিন উদ্ধার অভিযানে সহায়তা করতে পারেনি বলে জানিয়েছে গণমাধ্যম।</p>