<p>লা লিগায় টানা দুই ম্যাচে জয়হীন থাকার পর চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। ব্রেস্তকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের দল। </p> <p>বার্সেলোনা ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে। জোড়া গোল করেন বরার্ত লেভানদোস্কি এবং বাকি গোলটি দানি ওলমোর। </p> <p>এই মৌসুমে লামিনে ইয়ামালকে ছাড়া ম্যাচ জিততে না পারা বার্সেলোনা অবশেষে জয়ের দেখা পেল। শুরু থেকে আক্রমণে থাকা হ্যিান্সি ফ্লিকের শিষ্যরা দশম মিনিটে এগিয়ে যায়। ডি বক্সে লেভানদোস্কিকে বেস্ত ঘোলরক্ষক মার্কো বিজোট ফাউল করলে পেরাল্টির বাঁশি বাজায় রেফারি। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন লেভা। </p> <p>বার্সেলোনা এর ৪ মিটির আবারও এগিয়ে যেতে পারত। ডি বক্রের বাইরে থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেনি ফের্মিন লোপেজ। ১৯ তম মিনিটেও রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি তিন। ৪০তম মিনিটেও তার হেড ঠেকিয়ে দেন বেস্ত গোলরক্ষক। </p> <p>৬১তম মিনিটে ওলমোর শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ব্রেস্ত অধিনায়ক ব্রেন্দান শাহদুনে। তবে এর পাঁচ মিনিট পর জেরার্ড মার্তিনের চমৎকার পাস পেয়ে ডিফেন্ডারদের এড়িয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ওলমো। বার্সার বাকি গোলটি আসে যোগ করা সেময়ের দ্বিতীয় মিনিটে। আলেহান্দ্রো বাল্দের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লেভানদোস্কি। </p> <p>এ জয়ে ৫ ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।<br />  </p>