<p>আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি ঘিরে এবার ভিন্ন কিছু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অতীতের সব অনিয়ম আর অব্যবস্থাপনা ফেলে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগও নিয়েছে বিসিবি। </p> <p>বিপিএলের এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। টুর্নামেন্টটিকে কীভাবে অলিম্পিকের মতো সুন্দর করা যায়, সেসব পরামর্শ নেওয়া হয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের কাছ থেকে। প্রধান উপদেষ্টা স্বপ্রণোদিত হয়ে বিপিএলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন, যার ধারায় ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।</p> <p>অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস নিজে প্রধান সংগীতের জন্য দুটি লাইনও লিখেছেন, যা এই আসরকে নতুন মাত্রা দেবে বলে আশা করছে বিসিবি।</p> <p>এবারের বিপিএল দায়সারা কোনো আয়োজন নয়, দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা জমকালো আয়োজনে তাক লাগিয়ে দিতে চায় বিশ্বকে। শুধু মাঠের ক্রিকেটেই নয়, খেলার বাইরেও বিপিএল হয়ে উঠবে বড় বড় তারকাদের মিলনমেলা। ড. ইউনুসের মাপের বিশ্বব্যক্তিত্বকেও দেখা যেতে পারে। গণমানুষের কাছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে পৌঁছে দিতে হবে আঞ্চলিক পর্যায়ে অভিনব সব আয়োজন থাকছে এবারের আসরে।</p> <p>এবারের বিপিএলে প্রচারের অংশ হিসেবে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান হবে এবং ম্যাচগুলো পরিবেশবান্ধব উপায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।</p>