<p>হঠাৎ করেই আলোচনায় সাকিব আল হাসানের আঙুলের অস্ত্রোপচার। ভারতীয় ধারাভাষ্যকার মুরালি কার্তিকের মাধ্যমে প্রথমে বিষয়টি সামনে আসে। আজ চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে তাঁর সঙ্গে কথা হয় সাকিবের। দুজনের আলোচনার সময়ই সাকিব তাঁকে আঙুলের অস্ত্রোপচারের কথা জানান।</p> <p>মূলত কার্তিক নিজেই সাকিবের কাছে জানতে চান, কেন তিনি কম বোলিং করছেন? ভারতের প্রথম ইনিংসে ৫৩তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ৮ ওভার বল করেন সাকিব। আজ খেলা শুরুর আগে সকালে সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল এ নিয়ে ধারাভাষ্যকক্ষ থেকে কার্তিক বলছিলেন, 'তাকে (সাকিব) আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে? সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি। তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।'</p> <p>তবে প্রশ্ন উঠছে টানা খেলার মধ্যে থাকা সাকিব কখন আঙুলের অস্ত্রোপচার করেছেন? বিষয়টি জানতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, 'এটা আসলে আমি বুঝতে পারছি না। ও আমাদের কাছে আঙুল নিয়ে কোনো অভিযোগ করেনি। ওর আঙুলে প্রথম অস্ত্রোপচার হয়েছিল ২০১৮ সালে। এরপর গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে একটা ফ্র্যাকচার হয়েছিল। এরপর থেকে তো ও খেলার মধ্যেই আছে।'</p> <p>দেবাশীষের মতে, স্পিন ফিঙ্গার হওয়ায় কোনো কারণে আঙুলে অস্বস্তি থাকতে পারে। কিন্তু অস্ত্রোপচারের বিষয়টির ব্যাখা তিনি খুঁজে পাচ্ছেন না। তাঁর কথা, 'সাকিব তো আঙুলের ইনজুরির কারণে খেলা থেকে বিরতি নেয়নি। অস্ত্রোপচার হলে তো সেরে উঠতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগে।'<br />  </p>